মেয়াদোত্তীর্ণ টিকা দেয়ায় ইসরায়েলের সাথে চুক্তি বাতিলের ঘোষণা ফিলিস্তিনের

|

মেয়াদোত্তীর্ণ টিকা সরবরাহ করায় ইসরায়েলের সাথে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। বিনিময় চুক্তির অংশ হিসেবে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা ইসরায়েলের কাছ থেকে পাওয়ার কথা ছিলো ফিলিস্তিনের।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, এসব টিকা প্রায় মেয়াদোত্তীর্ণ। এরপরই নড়েচড়ে বসে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জানায়, টিকাগুলোর মেয়াদ শেষের দিকে। বণ্টন এবং প্রয়োগকালে এসব ভ্যাকসিনের মেয়াদ থাকবে না। এ কারণে চুক্তি স্থগিত করা হয়েছে।

এর আগে তেলআবিব জানায়, আগামী অক্টোবরে ফাইজারের কাছ থেকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখান থেকেও টিকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply