খুলনা প্রতিনিধি:
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের ভর্তি কার্যক্রম রোববার (২০ জুন) থেকে শুরু হচ্ছে। এটি খুলনায় দ্বিতীয় করোনা ডেডিকেটেড হাসপাতাল। ৭০ শয্যার হাসপাতালে আপাতত আইসিইউ ও এইচডিইউর সেবা পাবেন না রোগিরা। সেক্ষেত্রে করোনায় আক্রান্ত অতি জরুরী রোগীকে খুমেক হাসপাতালে স্থাপিত করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হবে। তবে এই হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট থাকায় রোগীদের জন্য সিলিন্ডার অক্সিজেনের প্রয়োজন হবে না।
করোনা হাসাপাতালের জন্য গত ১৫ জুন থেকে জেনারেল হাসপাতালে সকল ধরণের রোগী ভর্তি ও অপারেশন বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রয়েছে জরুরী বিভাগের কার্যক্রম। হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় গাইনি, মেডিসিন ও শিশু ওয়ার্ডে করোনা রোগীদের জন্য ৭০টি শয্যায় উন্নীত করা হয়েছে।
Leave a reply