স্পেনের ‘টিকিটাকা’ রুখে দিলো পোলিশ ডিফেন্স

|

প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয় পায়নি স্পেন। সেদিন গোলশূন্য ড্র ছিলো ম্যাচের ফল। তবে শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে গোল পেলেও জয় পায়নি স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্পেন-পোল্যান্ড।

পুরো খেলায় ৭৭ শতাংশ সময় ধরে নিজেদের পায়ে বল রেখেও জয়ের জন্য যথেষ্ট গোল করতে পারেনি স্পেন। স্পেনের বিখ্যাত ফুটবল ট্রিক ‘টিকিটাকা’ রুখে দিয়েছে পোলিশ ডিফেন্স।

স্পেনের দ্বিতীয় এই ম্যাচে ২৫ মিনিটে আলভারো মোরাতার কল্যাণে গোল পায় স্পেন। অন্যদিকে ৫৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতা তৈরি করে পোল্যান্ড।

দুটির একটিতেও জয় না পেয়ে ‘ই’ গ্রুপে টেবিলের তৃতীয় অবস্থানে নেমে গেল স্পেন, অবশ্য পোল্যান্ড রয়েছে তলানিতে। দুই ম্যাচে স্পেন সংগ্রহ করেছে ২ পয়েন্ট, আর পোল্যান্ডের সংগ্রহ দুই ম্যাচে ১ পয়েন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply