কুষ্টিয়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে উদ্বেগ। চাপ সামলাতে জেলার সবচেয়ে বড় সেবাকেন্দ্রকে করোনা ডেডিকেডেট হাসপাতালে রুপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে। তবুও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ।
লকডাউন, কঠোর নজরদারি- প্রশাসনের কোনো উদ্যোগই কমাতে পারছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। পাশাপাশি বেড়েই চলেছে মৃত্যু। সবশেষ শনিবার একদিনে ৯ জনের প্রাণহানি দেখতে হয়েছে কুষ্টিয়াবাসীকে।
আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্য বিভাগের। রোগীর স্বজনরা বলছেন, অক্সিজেনসহ বিদ্যমান অন্যান্য সুবিধায় এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়া গেলেও রোগীর চাপ বাড়লে তা হয়তো সম্ভব হবে না।
এ অবস্থায় পৌর এলাকায় কঠোর বিধি-নিষেধ বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ। তবে তাতে খুব বেশি কাজ হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে শহরের প্রবেশ মুখে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।
Leave a reply