ভারতে আরও কিছুটা কমলো করোনায় মৃত্যু ও সংক্রমণ। ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে, যা ১৪ এপ্রিলের পর সর্বনিম্ন। ৮১ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমিত শনাক্ত হয়েছে শনিবার। এদিন ৫৮ হাজার ৬শর কাছাকাছি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস।
ভারতে এই মুহূর্তে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৩৬ হাজারের বেশি। একমাত্র কেরালাতেই টানা তিন দিন ধরে নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ১০ হাজারের ওপর।
গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজারের কাছাকাছি করোনা রোগী চিহ্নিত হয়েছে রাজ্যটিতে। এরপরই আছে মহারাষ্ট্র, তামিলনাডু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্রেও সেকেন্ড ওয়েভ শুরুর পর সর্বনিম্ন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে শনিবার।
Leave a reply