পর্তুগালকে উড়িয়ে নকআউটের আশা জার্মানির

|

পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে দিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো জার্মানি। গ্রুপের অপর ম্যাচে ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। ড্র করলেও ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে জটিল সমীকরণের মুখে গ্রুপ অফ ডেথের নকআউট পর্বের হিসেব।

এ যেন আহত বাঘের গর্জে ওঠা। ফ্রান্সের কাছে হার দিয়ে আসর শুরু করা জার্মানি হাজির ভিন্ন রুপে। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে পর্তুগাল শিবিরকে। যদিও পাল্টা আক্রমণে ম্যাচের ১৫ মিনিটেই লিড পর্তুগালের। স্কোর শিটে নাম তোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই নতুন এক কীর্তি গড়লেন সিআর-সেভেন। মেজর টুর্নামেন্টে মিরোস্লাভ ক্লোসার পর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে সর্বোচ্চ ১৯ গোল করলেন রোনালদো।

এরপরই ছন্দপতন। জার্মানির টানা আক্রমণে খেই হারায় পর্তুগীজ রক্ষণ। পরপর দুটি আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পরে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির পর আসরে প্রথম গোলের দেখা পায় কোন জার্মান ফুটবলার। কাই হাভার্টজের পাশাপাশি গোলের দেখা পান রবিন গোসেন্স। ৬৭ মিনিটে দিয়াগো জোতার গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি পর্তুগাল। এই জয়ে আসরে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের ২য় স্থানে উঠে এসেছে জার্মানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply