বগুড়া ব্যুরো:
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বগুড়া সদর উপজেলায় শনিবার রাত থেকে সাত দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। ২৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকার কথা। তবে প্রথম দিনে চোখে পড়ছে না কোনো বিশেষ পরিবর্তন।
জেলা প্রশাসক জানান, এই সাত দিন বগুড়া পৌরসভা ও সদর উপজেলা এলাকায় ওষুধ, নিত্যপণ্য এবং কাঁচাবাজার ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, শপিং মল ও দোকান বন্ধ থাকবে। সব ধরনের যানবাহন শহরে প্রবেশ ও বাইরে যেতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তবে দূরপাল্লার গাড়ি মহাসড়ক দিয়ে চলাচল করতে পারবে। এছাড়া যে কোনো ধরনের জনসমাগম বন্ধসহ ১২ ধরনের বিধি-নিষেধ জারি করেছে প্রশাসন।
কঠোর বিধি নিষেধ প্রয়োগের প্রথম দিন রোববার (২০ জুন) সকাল থেকে শহরের যান ও জন চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। ভোর থেকে টানা বৃষ্টিপাতের মধ্যেই নানান প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে দেখা গেছে অংসখ্য মানুষকে। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চলাচলও সকাল থেকেই লক্ষ করা গেছে শহরের বিভিন্ন সড়কে।
Leave a reply