বেলজিয়ামের অ্যান্টিহোপ শহরে নির্মাণাধীন স্কুলভবন ধসে প্রাণ হারিয়েছে ৫ শ্রমিক। এর আগে একই ভবনের আংশিক ভেঙে পড়ে ৯ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন পর্তুগাল ও রোমানিয়ার অভিবাসী শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যাদের মধ্যে তিনজন এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকা রয়েছে কিনা- সেটি নিশ্চিতে অনুসন্ধান চালাচ্ছে শহরটির ফায়ার ব্রিগেড। তাদের সহযোগিতায় কাজ করছে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আর ড্রোন।
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে বেলজিয়ামে সব স্কুল খোলার কথা। তাই দ্রুত সংস্কার কাজ শেষ করছিলেন ‘নিউ জুইদ প্রাইমারি’ স্কুল কর্তৃপক্ষ।
ভবন ধসের কারণ এখনও উদঘাটন করা যায়নি।
Leave a reply