জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান মিয়ানমারের

|

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এ প্রস্তাব মিয়ানমার প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

দেশটির জান্তা সরকার জাতিসংঘের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে শনিবার এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাব মেনে চলার কোনও আইনি বাধ্যবাধকতা নেই। ‘একপাক্ষিক অভিযোগ ও ভুল ধারণার’ ভিত্তিতে এটি করা হয়েছে।

প্রস্তাবটি নিয়ে আপত্তি জানিয়ে মিয়ানমারের তরফে জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবের পক্ষে ১১৯টি ভোট পড়ে, বিপক্ষে ভোট দেয় শুধু বেলারুশ।

বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান, লাওস, থাইল্যান্ড, রাশিয়াসহ ৩৬টি দেশ ভোটদানে বিরত থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply