বিএনপি দেশের জন্য এমন কিছু করেনি যাতে জনগণ দলটির ওপর আস্থা রাখবে: কাদের

|

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি দেশের জনগণের জন্য এমন কিছুই করেনি যাতে জনগণ দলটির ওপর আস্থা রাখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাধারণ মানুষের জন্য নয় দলটি নিজেদের জন্যই রাজনীতি করে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির নেতারা দিনের আলোতেও অন্ধকার দেখে, তাই দেশের যে কোনো উন্নয়ন দেখলে দলটির নেতাদের গাত্রদাহ হয়।

দলকে আরও শক্তিশালী ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, পকেট ভারী করতে বিতর্কিত কোনো ব্যক্তিকে কোনোভাবেই আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করা যাবে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply