কাইল জেমিসনের বোলিং তোপে ধসে গেছে ভারতের প্রথম ইনিংস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে টেস্টের তৃতীয় দিনে ২১৭ রানে অলআউট হয়েছে ভারত। পরপর দুই বলে ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাকে আউট করে ছোট্ট ক্যারিয়ারেই পঞ্চমবারের জন্য ৫ উইকেট পেলেন কিউই পেসার কাইল জেমিসন।
এর আগে ৩ উইকেটে ১৪৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলো ভারত। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে কোন রান যোগ না করেই জেমিসনের বলে সাজঘরে ফেরেন অধিনায়ক ভিরাট কোহলি। ৪৯ রান করে আউট হন আজিঙ্কা রাহানে। রিশাভ পান্তও মাত্র ৪ রান করে জেমিসনের বলে আউট হলে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায় ভারতের। তারপর জেমিসনের সাথে বোল্ট আর সাউদিও ধ্বংসযজ্ঞে যোগ দিলে প্রত্যাশার অনেক আগেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। বোল্ট ও ওয়াগনার নেন দুটি করে উইকেট।
Leave a reply