বার্সা কখনোই ‘সরি’ বলবে না: লাপোর্তা

|

ইউরোপিয়ান সুপার লিগে নিজেদের অংশগ্রগহণের ইচ্ছা নিয়ে উয়েফার কাছে বার্সেলোনা কখনোই ‘সরি’ বলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম এই তথ্য জানিয়েছে।

কাতালান ক্লাবটির সভাপতি বলেছেন, আমরা আমাদের ভবিষ্যত ভাগ্য নির্ধারণের জন্য ইউরোপিয়ান সুপার লিগে অংশগ্রহণ করতে চেয়েছি। প্রজেক্ট ব্যর্থ হলেও এ নিয়ে উয়েফার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।

ভেস্তে যাওয়া এই প্রজেক্টের অন্যতম বড় অংশীদার বার্সেলোনা। যেখানে তারা খেলার প্রতিযোগিতার চাইতে বরং আর্থিক দিক থেকে আরও বেশি লাভবান হতে চেয়েছিলো।

ইউরোপিয়ান সুপার লিগের ধারণার শুরুতে থাকা অনেক সদস্য ক্লাব এখন এই প্রজেক্ট থেকে সরে আসলেও এখনও সুপারলিগের স্বপ্নের সাথে যুক্ত আছে বার্সা। আর দ্বিতীয় মেয়াদে ক্যাম্প ন্যু এর গদিতে বসেই সুপারলিগের অংশগ্রহণ নিয়ে উয়েফার কাছে কোনো নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে সে ইঙ্গিতই দিলেন কাতালান ক্লাবটির সভাপতি ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply