রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় রোগী ভর্তির রেকর্ড

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৫ জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা গেছেন আরও ১৩ জন। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৩ জন এবং নওগাঁর ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ৬ জনের করোনার উপসর্গ ছিলো এবং ৬ জন করোনা পজেটিভ ছিলেন। বাকি এক জন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেলের ২৭১ বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছে ৪০২ জন। এর মধ্যে রাজশাহীর ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০ জন, নাটোরের ৩০ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার দুই জন রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply