বিশ্বে অনেকটাই কমে এসেছে করোনা মহামারির প্রকোপ

|

ছবি: প্রতীকী

বিশ্বে অনেকটাই কমে এসেছে করোনা মহামারির প্রকোপ। ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। এর ফলে মোট প্রাণহানি ৩৯ লাখের কাছাকাছি।

দৈনিক মৃত্যু-সংক্রমণে এখনো শীর্ষ অবস্থানে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১১শ’ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। একই সময় ৫৩ হাজারের ওপর মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে করোনা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে রোববার মারা গেছেন হাজারের ওপর মানুষ। শনাক্ত হয়েছে ৪৪ হাজারের বেশি সংক্রমণ।

এদিকে, যুক্তরাষ্ট্রে দিনে ৮৬ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৬ লাখ ১৭ হাজারের ওপর। আর দিনে ৬শ’ মৃত্যু দেখেছে কলম্বিয়া। রাশিয়ায় সংখ্যাটি ছিলো সাড়ে ৪শ’ আর আর্জেন্টিনায় ৩শ’। এছাড়া রোববারও তিন লাখের কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। বিশ্বে মোট করোনা শনাক্ত ১৮ কোটির মতো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply