ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ২৬৩টি নমুনা পরীক্ষা করে ১০১ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। শতাংশের বিচারে যা প্রায় ৩৮ শতাংশ। সংক্রমণ ঠেকাতে ফরিদপুরের তিন পৌর শহরে আজ সোমবার (২১ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, একই সময় ব্যবধানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০১ জন।
মহামারি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী ও ভাঙ্গা পৌর শহর এই তিন এলাকায় সাত দিনের বিধি নিষেধ চলছে। সকাল থেকেই দেখা যায়, ফরিদপুর পৌর শহরের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে পুলিশের নজরদারি। কোনো যানবাহন শহরের ভেতর প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। বন্ধ রয়েছে ফরিদপুরের নিউ মার্কেটসহ সবধরণের দোকানপাট।
ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন লস্কর জানান, আমরা জেলা পুলিশ বিধি নিষেধ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। দোকানপাট, শপিং মল বন্ধ আছে। এছাড়া অফিসের কাজে বের হলে তাকে পরিচয়পত্র দেখাতে হবে।
জরুরী সেবার সকল পরিবহন এই বিধিনিষেধের আওতার বাইরে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a reply