কোপাকাবানা সমুদ্রতটে ৫০০ গোলাপ ফুল সাজিয়ে করোনায় প্রাণ হারানো ৫ লাখের বেশি মানুষকে স্মরণ করলো ব্রাজিল।
বেসরকারি সংস্থা- রিও ডি পাজের উদ্যোগে ছিলো ভিন্নধর্মী এ আয়োজন। প্রত্যেকটি গোলাপের সাথে বেঁধে দেয়া হয় ব্রাজিলীয় পতাকার রঙের ফিতা। যার মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি প্রকাশ করা হয় সহমর্মিতা। এছাড়া বড় ব্যানারে সুতোর বুননে ফুটিয়ে তোলা হয় করোনায় প্রাণ হারানো ব্রাজিলীয়দের নাম।
আয়োজক সংস্থাটির অভিযোগ, ভয়াবহ মহামারি পরিস্থিতির জন্য দায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তার তাচ্ছিল্যের কারণেই বেড়েছে মৃত্যু-সংক্রমণ। দেশটির মাত্র ১১ শতাংশ মানুষ পেয়েছেন ভ্যাকসিন।
অথচ গবেষকদের শঙ্কা, আসন্ন শীত মৌসুমে আরও ভয়াল রূপ ধারণ করবে করোনাভাইরাস।
এনএনআর/
Leave a reply