ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে বড় ধরণের ধাক্কা খেলো দেশটির প্রধান দু’দল। বুথফেরত জরিপে প্রকাশ পেয়েছে ভোটের দৈণদশা।
বুথফেরত জরিপে প্রেসিডেন্ট ম্যাকরনের মধ্যমপন্থি দল-লারেম পেয়েছে মাত্র ১০ শতাংশ ভোট। এই প্রথমবার দলটি অংশ নিলো কাউন্সিলর নির্বাচনে। তার থেকে কিছুটা এগিয়ে বিরোধী নেতা মেরি ল্যু পেনের কট্টর ডানপন্থি- ন্যাশনাল র্যালি। তবুও ২০ ভাগের বেশি জনসমর্থন আদায় করতে পারেনি।
অবশ্য ২৭ শতাংশ ভোট নিশ্চিত করে সবার উপরে রক্ষণশীল দল- লা রিপাবলিকা। কিন্তু কোন দলই প্রয়োজনীয় ৫০ ভাগ ভোট নিশ্চিত করতে না পারায়; নির্বাচন গড়াবে দ্বিতীয় দফায়। যা অনুষ্ঠিত হবে ২৭ জুন। নিজেদের ব্যর্থতা নয় বরং ভোটারদের অনুপস্থিতিকে এই ভরাডুবির জন্য দায়ী করছে প্রধান দলগুলো।
ফরাসি নির্বাচন কমিশনও জানিয়েছে, করোনা মহামারির জন্য মাত্র ৬৬ শতাংশ মানুষ নিশ্চিত করেছেন ভোটাধিকার। আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন। আঞ্চলিক এই ভোটের ওপর অনেকাংশে নির্ভর করবে ফলাফল।
এনএনআর/
Leave a reply