খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়েছে বুনো হাতি। শনিবার থাইল্যান্ডের হুয়া হিন শহরে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক জানান, মধ্যরাতে রান্নাঘর থেকে শব্দ পেয়ে উঠে আসেন তিনি। এসময় দেখেন রান্নাঘর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েছে এক বুনো হাতি। চেষ্টা করছে খাবার খাওয়ার।
পরে প্রশাসনকে জানালে, হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়। দেশটির বন বিভাগ বলছে, বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এ জন্য খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অবশ্য স্থানীয়রা বলছেন, এ ধরণের ঘটনা প্রায়ই ঘটে এলাকাটিতে।
এনএনআর/
Leave a reply