দুর্বৃত্তরা দখল-দূষণ চালিয়ে যাচ্ছে: মেয়র আতিক

|

দুর্বৃত্তরা দখল-দূষণ চালিয়ে যাচ্ছে: মেয়র আতিক

দেশের কথা চিন্তা না করে দখল-দূষণ চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এই অবস্থায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন ছাড়া জনপ্রতিধিনিদের সামনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শক্তিশালী ঢাকা সিটি করপোরেশন: নারী কাউন্সিলরদের ভূমিকা’ বিষয়ক অনলাইন মতবিনিময় সভায় অংশ নেন মেয়র আতিক। বলেন, সনাতনী নয়, ঢাকা সিটি করপোরেশনকে আধুনিক পদ্ধতিতে গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলন সৃষ্টি না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মেয়র। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পেনশন চালু ও তাদের বীমার পরিমাণ দ্বিগুণ করার কথাও জানান তিনি।

আলোচনায় অংশ নেয়া অন্যান্য বক্তারা বলেন, রাজধানীর রাস্তাঘাট থেকে শুরু করে কাঁচাবাজার কোনোটিই নারীবান্ধব নয়। সকল নাগরিকের জন্য ঢাকাকে নিরাপদ করতে জনপ্রতিনিধিদের যথাযথ ভূমিকার বিকল্প নেই।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply