পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত এজন্যই সুপার লিগ না খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে ছুটি নেন তিনি। সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতির সাথে সময় কাটাচ্ছেন বলে জানান তার স্ত্রী উম্মে শিশির।
জন্মসুত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক শিশির। পরিবারের সাথে এখন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে আছেন সাকিব।
ঢাকা প্রিমিয়ার লিগে অশোভন আচরণের নিষেধাজ্ঞা কাটিয়ে রবিন লিগের শেষ ম্যাচটি খেলেছেন সাকিব। মোহামেডান তাদের সুপার লিগের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়া আবাহনী লিমিটেডের কাছে হেরেছে ৬০ রানে।
সাকিব যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে জাতীয় দলের সাথে সরাসরি যোগ দিবেন জিম্বাবুয়ে সিরিয়ে। যদিও দেশটিতে করোনা মহামারিতে লকডাউন দেয়াতে জিম্বাবুয়ে সিরিজ পেছানোর সম্ভাবনা আছে।
Leave a reply