শুরু হয়েছে ৭ জেলায় কঠোর লকডাউন

|

শুরু হয়েছে রাজধানীর আশপাশের ৭ জেলায় কঠোর লকডাউন

করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের ৭ জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। ভোর ৬টা থেকে এসব জেলা থেকে কোনো যাত্রীবাহী যানবাহন ও লোকজনকে ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।

রাজধানীর প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩০ জুন পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গতকাল করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বলেন, এসব জেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শুধু জরুরি পরিষেবা ও পণ্যবাহী যান চলাচল করবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply