সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে প্রাণ গেছে অন্তত ১০ জনের। সোমবারের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েক জন।
মানবাধিকার কর্মীরা বলছেন, গেলো কয়েক সপ্তাহ ইদলিবে সংঘাত বেড়েছে। বিশেষ করে ইহসিম ও বারাহ অঞ্চলে হামলা চালাচ্ছে বাসার আল আসাদ বাহিনী। হতাহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো।
সিরিয়ায় গেলো ১০ বছরের সংঘাতে প্রাণ গেছে অন্তত ৫ লাখ মানুষের। বাস্তচ্যুত হয়েছে ২ কোটি ৩০ লাখের বেশি বাসিন্দা। এর মধ্যে প্রতিবেশি দেশ গুলোতে আশ্রয় নিয়েছে অন্তত ৫০ লাখ মানুষ।
এনএনআন/
Leave a reply