মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ

|

রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর বিরূদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আগামী সোমবার, জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের ঘোষণায় থাকতে পারে অভিযুক্ত সেনা সদস্যদের নামের তালিকা।

এরইমাঝে, নেইপিদো’র ওপর যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে একই পথে হাঁটছে ইইউ। ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো সিদ্ধান্তের ঘোষণা আসলে সেটা হবে রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের নেয়া সবচেয়ে কঠিন পদক্ষেপ।

গেলো আগস্টে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে ধর্ষণ ও হত্যা করে সেনাবাহিনী। প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ, এই ঘটনাকে জাতিগত নিধণ হিসেবে আখ্যা দিলেও, সব অভিযোগ অস্বীকার করেছে সু চি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply