আবারও উত্তাল জেরুজালেমের ‘শেখ জাররাহ্’ এলাকা। সোমবার ইহুদি দখলদার এবং ফিলিস্তিনিদের মধ্যে হয় সংঘাত।
আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। পরিস্থিতি মোকাবেলায়, স্টান গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া অঞ্চলটির ফিলিস্তিনি ঘরবাড়িতেও সাঁড়াশি অভিযান চালানো হয়। মূলতঃ মুসলিম পরিবারগুলোকে জোরপূর্বক উৎখাতের জন্যেই কিছুদিন পরপর সংঘাতে জড়ায় ইহুদি দখলদাররা। বিষয়টি ঘিরে আদালত এখনো শুনানি মুলতবি রেখেছে।
এপ্রিল মাসে, এই ইস্যুতেই শুরু হয় গণ্ডগোল। যা এক পর্যায়ে গড়ায় সর্বাত্মক ইসরায়েল-হামাস সংঘাতে। প্রাণ হারান আড়াই শতাধিক ফিলিস্তিনি। পরে মিসরের মধ্যস্থতায় ১১ দিন পর কার্যকর হয় অস্ত্রবিরতি।
এনএনআর/
Leave a reply