আত্মহত্যা থেকে রক্ষার প্রতীক চীনের ড্রাগন নৌকাবাইচ

|

চীনের জনপ্রিয় কবি কিউ ইউয়ান আত্মহত্যা করেন চীনের মুইলো নদীতে ডুবে। এরপর থেকে দেশটির ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব ‘দুয়ানহু’ বা ‘ড্রাগন বোট ফেস্টিভ্যাল’ কে বিবেচনা করা হয়ে আসছে আত্মহত্যা থেকে রক্ষা চেষ্টার প্রতীক হিসেবে।

এই উৎসবকে ঘিরে চীনে প্রচলিত আছে নানা বিশ্বাস আর কল্পকাহিনী। এক সময় অশুভ বলে মনে করা হতো উৎসবের মাসটিকে। ধারণা করা হতো, প্রাকৃতিক দুর্যোগ, রোগ এবং বিষাক্ত প্রাণীর আনাগোনা বেড়ে যায় এই মাসে। সেগুলো প্রতিহত করতেই ড্রাগনের মুখওয়ালা নৌকা বাইচের শুরু। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই উৎসব দেখতে আসেন বহু পর্যটক।

চীনের বিভিন্ন শহরের নদীগুলোতে হয় এই নৌকাবাইচ। চীনা ক্যালেন্ডারের পঞ্চম মাসের পাঁচ তারিখে শুরু হওয়া এই উৎসব শেষ হয় তিন দিনে।

এই আয়োজনে উঠে আসে চীনের ইতিহাস ঐতিহ্যের নানা অনুষঙ্গ। উৎসব ঘিরে তিনদিনের সরকারি ছুটি উপভোগ করে চীনারা। দলে দলে ছুটে যায় বোট উৎসবের জন্য বিখ্যাত এলাকাগুলোতে। ২০০৯ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় এই দুয়ানহু উৎসব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply