Site icon Jamuna Television

চলে গেলেন ইউপিএল’র প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ

দেশের খ্যাতিমান প্রকাশক মহিউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) কর্ণধার ৭৭ বছর বয়সী এ গুণী মানুষটি সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭৭ বছর বয়সী ‘এমিরেটাস প্রকাশক’ মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন মস্তিষ্কের রোগ পারকিনসনে ভুগছিলেন। বাসাতেই থাকতেন তিনি। কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তা থেকে সেরেও ওঠেন মহিউদ্দিন আহমেদ।

জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে, পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদের জন্ম ১৯৪৪ সালে। তার পেশাজীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে। পরে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেন। পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পাকিস্তান শাখায় সম্পাদক হিসেবে যোগ দেন। স্বাধীনতার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বাংলাদেশের প্রধান নির্বাহী নিযুক্ত হন। পুস্তক প্রকাশনায় বিশেষ অবদানের জন্য ১৯৯১ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র তাকে স্বর্ণপদক দেয়।

ইউএইচ/

Exit mobile version