আইএসবিরোধী অভিযানে অংশ নিচ্ছে যুক্তরাজ্যের নতুন বিমানবাহী রণতরী

|

ইরাকে আইএসবিরোধী অভিযানে অংশ নিতে যাচ্ছে যুক্তরাজ্যের নতুন বিমানবাহী রণতরী ‘এইচএমএস কুইন এলিজাবেথ’। সোমবার দেশটির নৌবাহিনী জানায় এ তথ্য।

দু’দশকের মধ্যে প্রথমবার কোনো ব্রিটিশ রণতরী সেনাবাহিনীর সহযোগিতায় কাজ শুরু করলো। গেলো শুক্রবার ভূ-মধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা হয় ৬৫ হাজার টনের এই জাহাজ। যাতে ৮টি ‘এফ-থার্টি ফাইভ’ যুদ্ধবিমান এবং ১০টি হেলিকপ্টার রয়েছে।
এছাড়া বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং লেজার গাইডেড বোমাও রয়েছে ওই জাহাজে। স্পর্শকাতর সমুদ্রসীমায় জাহাজটির সাথে মোতায়েন থাকবে মার্কিন রণতরী সুলিভান।

এর আগে ৭ মাস যাবত ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাগরে ছিলো ‘এইচএমএস কুইন এলিজাবেথ’। জাহাজটি রাশিয়ার যুদ্ধবিমানের ওপর নজরদারির ক্ষেত্রেও ব্যবহৃত হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply