রাজধানীর বাড্ডা থেকে জাল ৫০ লাখ টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ নাইমুল হাসান তৌফিক নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল। নাইমুল হাসান তৌফিকের বয়স ২১ বছর। তার কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল ও নগদ প্রায় পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রতারক একটি সংঘবদ্ধ নোট প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। প্রায় তিন বছর যাবত সে জাল টাকা তৈরি করে আসছিল। জাল এক লাখ টাকা সে ৩০ হাজার টাকায় বিক্রি করতো। ঈদুল আজহা সামনে রেখে গরুর হাটসহ অন্যান্য বাজারে এসব জাল নোট ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তার।
Leave a reply