Site icon Jamuna Television

প্রথমে অ্যাস্ট্রাজেনেকা পরে মডার্নার টিকা নিলেন অ্যাঙ্গেলা মার্কেল

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার করোনা টিকা গ্রহণ করলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। মঙ্গলবার সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেন এ তথ্য।

৬৬ বছর বয়সী জার্মান এই নেতা এপ্রিল মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেন। ক’দিন আগে তিনি দ্বিতীয় ডোজ গ্রহণ করেন; যা মডার্নার ভ্যাকসিন। অবশ্য মার্কেলের কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটি জানানো হয়নি।

স্বল্পতা এবং উন্নত সুরক্ষায় টিকা মেশানোর গবেষণা চলছে বিভিন্ন দেশে। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা মেশালে প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃদু থেকে মাঝারি মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।

গেলো মার্চে জার্মানিসহ ইউরোপের দেশগুলো অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া বন্ধ করে। সেসময় টিকা গ্রহণের পর রক্ত জমাট বাধার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। জার্মানি ৬০ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকার ব্যবহার সীমিত করে। তবে বর্তমানে সব প্রাপ্তবয়স্করা নিতে পারবেন এই ভ্যাকসিন।

ইউএইচ/

Exit mobile version