Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্তত ১০ দেশে ‘ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট’ শনাক্ত

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্বের অন্তত ১০টি দেশে করোনার ‘ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট’ শনাক্ত হলো।

গবেষকরা বলছেন, উচ্চ সংক্রমণশীল ভারতীয় করোনা প্রজাতির বিস্তার ঠেকাতে ব্যবস্থা নেয়ায় এটি রূপ পাল্টেছে। যার বৈজ্ঞানিক নাম- B.1.617.2.1। মঙ্গলবারই ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে কমপক্ষে ২২ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। মোদি সরকার একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ঘোষণা করেছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, ভারত ছাড়াও আরও ৯টি দেশে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।

ডেল্টা ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। গবেষকরা এখনো ভ্যারিয়েন্টটির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। এর সংক্রমণে করোনার চেনা উপসর্গ দেখা যাচ্ছে না মানব শরীরে, যাতে উদ্বিগ্ন চিকিৎসকরা।

ইউএইচ/

Exit mobile version