কেবল চিঠি দিয়ে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছ থেকে নেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, কমিশনের কাছ থেকে এনআইডি চলে গেলে নির্বাচন পরিচালনায় অসুবিধা হবে। শুধুমাত্র ভোটের স্বার্থে দীর্ঘ দিনের চেষ্টায় এনআইডি তৈরি হয়েছে। এছাড়া এই বিষয়ে কমিশনকে আনুষ্ঠানিকভাবে কিছু অবহিত করা হয়নি বলেও জানান তিনি।
কার্ডের পুরো বিষয়টি স্থানান্তরের আগে অবশ্যই আলোচনার প্রয়োজন আছে বলেও জানান সিইসি। তাই অবিলম্বে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইউএইচ/
Leave a reply