টাঙ্গাইলে বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

|

টাঙ্গাইল প্রতিনিধি:

করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সাত দিনের কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন চলছে। চলমান এই কঠোর বিধিনিষেধের বাস্তবায়নে জেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

আজ বুধবার (২৩জুন) দুপুর সাড়ে বারোটার দিকে পৌর এলাকার নিরালা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করায় প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীসহ আট জনকে সর্বমোট চার হাজার একশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply