টি-২০ দলে নেই মুশফিক, এসেছেন শামিম হোসেন

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য তিনটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)। চমক হয়ে এসেছে টি-২০ স্কোয়াডে মুশফিকুর রহিমের না থাকা। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন শামিম হোসেন। টেস্টে জায়গা পাননি টি-২০’র অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিং এর সময় হাতে আঘাত পাওয়া তাসকিন আহমেদ আছেন তিনটি স্কোয়াডেই। ওয়ানডে ও টি-২০ স্কোয়াডে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। সৌম্য সরকার আছেন কেবল টি-২০ স্কোয়াডে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস আছেন তিনটি স্কোয়াডেই।

জুলাইয়ের ৭ তারিখে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর হবে তিনটি ওয়ানডে ম্যাচ, যেগুলোর পয়েন্ট বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ৩টি টি-২০ ম্যাচ রয়েছে সিরিজে। টেস্ট, ওয়ানডে ও টি-২০’র সকল ম্যাচই হবে হারারেতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply