মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক জোরদারের ঘোষণা রাশিয়ার

|

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবান উপেক্ষা করেই মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিল রাশিয়া। জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত জানান, রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের কথাও জানান তিনি। নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার মস্কো যান জান্তা প্রধান। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর।

শুরু থেকেই মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে অবস্থান রাশিয়ার। গত কয়েক বছরে জোরালো হয়েছে দুই দেশের সম্পর্ক। পশ্চিমা কিছু দেশ কালো তালিকাভুক্ত করলেও মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে রাশিয়া। গত সপ্তাহেই জাতিসংঘ অধিবেশনে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহবান জানানো হয়। অভিযোগ করা হয়, দেশটির সামরিক সরকারকে বৈধতা দিচ্ছে রুশ প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply