কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলে দ্বিতীয়বারের মত ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দুপুরে র্যাবের আভিযানিক দল পচা, দুর্গন্ধ, শ্যাওলাযুক্ত গম দিয়ে আটা ময়দা সুজি উৎপাদনের অভিযোগে মিলটিতে অভিযান পরিচালনা করে জরিমানা ও ৪৮ ঘণ্টার মধ্যে মিলের আশেপাশে থেকে নষ্ট গম সরিয়ে ফেলার নির্দেশ দেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
এর আগে যমুনা টেলিভিশনে পচা গম দিয়ে আটা ময়দা সুজি উৎপাদনের সংবাদ প্রচারের পর ভ্রাম্যমান আদালতের অভিযানে মিলটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পচা গম মিল থেকে সরানোর নির্দেশ দিলেও তাতে কর্ণপাত করেনি মিল মালিক।
Leave a reply