এইচ টি ইমামের ছেলে পরিচয়ে প্রতারণা, গ্রেফতার

|

নিজেকে প্রয়াত এইচ টি ইমামের ছেলে এমনকি সংসদ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নির্দেশ দিতেন এক ব্যক্তি। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হতেন বিভ্রান্ত। ময়মনসিংহে একইভাবে প্রতারণা করতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে জহির উদ্দিন বাবুল নামে ওই প্রতারক।

প্রয়াত এইচ টি ইমামের ছেলে পরিচয়ে বিভিন্ন জনকে চাকরি দেয়ার নামে বাবুল হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। একই কায়দায় ময়মনসিংহ জেলা পুলিশের এক কর্মকর্তাকে ফোন করে তদবির করে প্রতারখ বাবুল। সন্দেহ হলে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করা হয় জহির উদ্দিন বাবুলকে।

তার দেয়া তথ্যে গুলশানারা নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকেও গ্রেফতার করে পুলিশ। গুলশানারা খানম মানুষের সাথে মিশে ঠিক করতো টার্গেট। তারপর চলতো প্রতারণা।

টাকার জন্যই এই কাজ করে আসছে বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply