বিখ্যাত অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফির মরদেহ উদ্ধার

|

বিখ্যাত অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফির মরদেহ উদ্ধার

বিখ্যাত অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফির মরদেহ উদ্ধার হয়েছে স্পেনে। বার্সেলোনার কারাগারে আটক ছিলেন তিনি।

স্পেনের আদালত ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রে সমর্পনের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পরই মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। কর ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় যুক্তরাষ্ট্রের আদালতে। ২০২০ সালের অক্টোবরে আটক হন স্পেনে। বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি।

টেক দুনিয়ায় এক বিতর্কিত ব্যক্তিত্ব জন ম্যাকাফি। বাণিজ্যিকভাবে তার প্রতিষ্ঠানই প্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করে। বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার তৈরি হয় বিশ্বজুড়ে। এক পর্যায়ে টেক জায়ান্ট ইনটেলের কাছে ৭৬০ কোটি ডলারে বিক্রি করে দেন প্রতিষ্ঠানটি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply