ইথিওপিয়ায় সামরিক বাহিনীর অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ৬০ জনের। মঙ্গলবারের ঘটনায় আহত শিশুসহ শতাধিক মানুষ। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। রাজধানী টাইগ্রের উত্তরাঞ্চলীয় এক গ্রামে হয় এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে স্থানীয় এক বাজারে বোমা হামলা চালায় বিমান বাহিনী। এটি সন্ত্রাস বিরোধী অভিযান ছিল বলে দাবি সামরিক বাহিনীর। তবে বেসামরিক হতাহতের খবর স্বীকার করেনি তারা।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি টাইগ্রেতে বেড়েছে বিদ্রোহীদের দৌরাত্ম্য। বিবদমান পক্ষগুলোর সংঘাতে গত আট মাসে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
এনএনআর/
Leave a reply