দ্বিতীয় আর তৃতীয় ঢেউয়ে এসে বিশ্বে মহামারি করোনাভাইরাস সংক্রমণ ১৮ কোটি ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৩৯ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের পরিসংখ্যানে মহামারির এমন চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত হয়েছেন আরও ৪ লাখ ১৮ হাজারের বেশি। এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৩ লাখ ৩৮ হাজার।
একদিনে করোনায় মারা গেছেন আরও ৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে এই মহামারিতে প্রাণহানি দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬ হাজার ৮৪৩ জনে।
এনএনআর/
Leave a reply