উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল ও খুলনার ৩টি বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন ২৪ জন।
এরমধ্যে রাজশাহী মেডিকেলেই করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮ রোগীর। উত্তরের সবচেয়ে বড় এই সেবাকেন্দ্রে একদিনে রোগী মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা। মৃতদের মধ্যে রাজশাহী জেলার ১৩ জন, নওগাঁর ৪ এবং একজন চাঁপাইনবাবগঞ্জের।
এদিকে প্রাণহানির সাথে সাথে করোনা আক্রান্ত রোগীর চাপ পাল্লা দিয়ে বাড়ছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই।
অন্যদিকে খুলনা মেডিকেল, জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় শতভাগ শনাক্তের প্রতিবেদনকে অমূলক বলে দাবি করেছেন সিভিল সার্জন।
এনএনআর/
Leave a reply