বকেয়া মজুরির দাবিতে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

|

বকেয়া মজুরি প্রদানের দাবিতে চট্টগ্রামে ৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা। বৃহস্পতিবার (২৪ জুন) আমিন জুট মিল গেটের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, বারবার আশ্বাস দিলেও বকেয়া বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ।

বকেয়া বেতন ও মিল চালুর দাবিতে আমিন জুট মিল গেটের সামনে ৪ ঘণ্টার এই অবস্থান কর্মসূচি শুরু হয় সকাল ৮টায়। শ্রমিক ছাত্র জনতা ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন শ্রমিকরা।

তাদের অভিযোগ, মিল বন্ধের পর থেকে তারা কর্মহীন। দেনায় জর্জরিত। আয় উপার্জন না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

জানা গেছে, মিলের অস্থায়ী ও বদলি শ্রমিকদের কারও কারও দুই থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বকেয়া। করোনা পরিস্থিতির কারণে গেলো এক বছরেও হয়নি বিকল্প কর্মসংস্থান।

এক বছর ধরে বিক্ষোভ, মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ, বিজেএমসি ঘেরাও নানা কর্মসূচির পরও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ শ্রমিকরা। তবে এবার তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, এবার দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য গত বছর জুলাইয়ে সরকারি সিদ্ধান্তের পর থেকেই বন্ধ চট্টগ্রামের ৯টি পাটকল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply