করোনা ঠেকাতে কোরবানির পশুর হাটে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। যত্রতত্র হাট বসতে না দেয়া ও হাটে প্রবেশে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সচিবালয়ে ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানিতে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে উৎসাহিত করা হবে। কোরবানির গরু পরিবহণকারী নৌযান ও ট্রাকে চাঁদাবাজি বন্ধে থাকবে কঠোর নজরদারি। চামড়া পাচার ও সিন্ডিকেট দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার আরও কঠোর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
এছাড়া ঈদে সড়কে যানজট রোধে ও ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থাও নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে তাই যত্রতত্র হাট বসানো যাবে না।
Leave a reply