নিরাপত্তাহীনতায় ভুগছে রাবির শিক্ষক ও কর্মকর্তারা

|

রাজশাহী ব্যুরো:

নিরাপত্তাহীনতায় ভুগছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। নিরাপত্তা ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের একাংশ নিরাপত্তার দাবিতে দ্বারস্থ হলে প্রশাসন নগর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (২৪জুন) দুপুরে প্রশাসনিক ভবনে আয়োজিত ব্রিফিং’এ রুটিন দায়িত্ব পালনকারী উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এসব কথা বলেন। এ পরিস্থিতির জন্য তিনি অবৈধভাবে এ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৩৮ জনকে দায়ী করেছেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা জানিয়েছেন, কথিত চাকরিপ্রাপ্ত আন্দোলনকারীরা বিভিন্ন সময় তাকে অবরুদ্ধ ও বাসভবনের গেট ভেঙ্গে সেখানে প্রবেশ করে গালাগালি করেছে। নানা ভাবে শিক্ষকদের হুমকি দিচ্ছে। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply