করোনা পরীক্ষার তথ্য গোপন করায় ইন্দোনেশিয়ার প্রভাবশালী এক ধর্মীয় নেতার ৪ বছরের জেল হয়েছে। বৃহস্পতিবার এ দণ্ড ঘোষণা করে জাকার্তার আদালত।
বলা হয়, পরীক্ষায় মুহাম্মাদ রিজিক শিহাব নামের ওই ধর্মীয় নেতার করোনা পজিটিভ হয়। কিন্তু ভক্ত-সমর্থকদের কাছে তা গোপন করে সভা-সমাবেশ চালিয়ে যান তিনি। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পরও ভিডিওবার্তায় জানান, তার কিছুই হয়নি।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, এর মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করেছেন তিনি। তার সমাবেশ থেকে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন বলেও দাবি জাকার্তার। শুনানি শেষে বৃহস্পতিবার চার বছরের সাজার রায় শোনানো হয়।
রায়ের পরপরই আদালত চত্বরের বাইরে সহিংস বিক্ষোভ শুরু করে রিজিক শিহাবের অনুসারীরা। নিরাপত্তা বাহিনীর সাথে চলে দফায় দফায় সংঘর্ষ। সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে জেল দেয়া হয়েছে শিহাবকে।
উল্লেখ্য, করোনা স্বাস্থ্যবিধি না মানায় গত বছরও ৮ মাসের জেল হয়েছিলো তার।
Leave a reply