অনলাইনের পণ্য হাতে পাওয়ার পরই দাম পরিশোধ

|

অনলাইনে ক্রয় আদেশের পণ্য সরবরাহের পর ক্রেতার অর্থ ছাড় করা হবে। এই পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। ই-ভ্যালি, আলেশা মার্টসহ সব ই-কমার্সের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর জানানো হয়েছে, ই-কমার্স থেকে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরই বিক্রেতা মূল্য পাবেন। আজ বৃহষ্পতিবার (২৪ জুন) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এতে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড এবং ই-কমার্সের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় অনলাইনে পণ্য কিনতে নগদ লেনদেন না করার অনুরোধ জানানো হয়। ই-কমার্সের সাথে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের তাগিদ উঠে আসে।

সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান জানান, ক্রেতার অর্থ ছাড়ের জন্য মানসম্মত পদ্ধতি প্রনয়ন করা হচ্ছে। ব্যাংকগুলোকে তা অনুসরণ করার জন্য নির্দেশনা পাঠানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply