শুটিং সেটে আহত হ্যারিসন, পেছালো ইন্ডিয়ানা জোনসের নির্মাণ

|

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছিল জনপ্রিয় অ্যাডভেঞ্চারধর্মী ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের পঞ্চম পর্বের শুটিং। করোনাভাইরাসের কারণে একাধিকবার পিছিয়েছে ‘ইন্ডিয়ানা জোনস ফাইভ’ এর শুটিং। নতুন পর্বের শুটিং সেটে একটি মারামারির দৃশ্যের রিহার্সালের সময় কাঁধে আঘাত পেয়েছেন ৭৮ বছর বয়সী অভিনেতা হ্যারিসন ফোর্ড। তার আঘাত পাওয়ায় ছবির শুটিং আবারও পিছিয়ে গেলো। সম্প্রতি ওয়াল্ট ডিজনির তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

এ মাসের শুরুতে লন্ডনে শুরু হয়েছিল ‘ইন্ডিয়ানা জোনস ফাইভ’এর শুটিং। ডিজনির পরিকল্পনা অনুযায়ী ২০২২ এর জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।

এর আগে ২০১৪ সালে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ছবির শুটিং করার সময় পা ভেঙে গিয়েছিল হ্যারিসন ফোর্ডের।

ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারধর্মী ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে। তিন বছর বিরতির পর মুক্তি পায় ছবিটির প্রিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’। এর সিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ মুক্তি পায় ১৯৮৯ সালে। দীর্ঘ ১৯ বছর পর ২০০৮ সালে মুক্তি পায় সিরিজের চতুর্থ সিনেমা ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’। আর এবার শুরু হলো পঞ্চমটির কাজ।

ছবিতে হ্যারিসন ফোর্ড ছাড়াও আছেন ওয়ালের ব্রিজ এবং ম্যাডস মাইকেলসেন। ছবিটি পরিচালনা করছেন জেমস ম্যানগোল্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply