দূরপাল্লার গাড়ি বন্ধ থাকলেও মানুষ ঢুকছে ঢাকায়

|

দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও মানুষ হেঁটে ঢুকছে রাজধানীতে। একই অবস্থা ঢাকা থেকে বের হওয়ার বেলায়ও।

তবে আজ ছুটির দিন হওয়ায় সড়কে ঢাকামুখী মানুষের চাপ অনেকটাই কম। এর আগে গত তিনদিনই ঢাকার প্রবেশ ও বের হতে দেখা গেছে ভিন্ন চিত্র। হাজারো মানুষ রাজধানীতে ঢুকেছে, বেরও হয়েছে।

বিভিন্ন যানে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন যাত্রীরা। এ অবস্থায় প্রবেশমুখে কড়াকড়ি থাকায় জরুরি যানকেও ঘন্টার পর ঘন্টা জটে আটকে থাকছে। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের এই সিদ্ধান্তকে স্বাস্থ্য সংশ্লিষ্টরা সাধুবাদ জানালেও খেটে খাওয়া মানুষের আপত্তি শুরু থেকেই। খেটে খাওয়া মানুষদের দাবি, রুজিরুটির বন্দোবস্ত না করে কোনো বিধিনিষেধই মানা সম্ভব নয় তাদের পক্ষে।

রাজধানীকে সুরক্ষিত রাখতে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply