থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভকারীরা

|

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ওচার বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে দেশটির জনগণ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ করছে হাজার হাজার জনতা। ওই সময় সেখান থেকে ভেসে আসছিল ‘বেরিয়ে যাও প্রাইয়ুথ’ স্লোগান। খবর আল জাজিরার।

চলমান বিধিনিষেধ উপেক্ষা করে বৃহস্পতিবার (২৪ জুন) বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। এসময় দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওদিন জানান, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রাইইয়ুথের কিছু সমর্থকও বিক্ষোভ মিছিল করেন। ১৯৩২ সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, ৮৯ বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি যেখান থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন আসেনি।

করোনাভাইরাসের মহামারি ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী প্রাইয়ুথের সরকার জনগণের মারাত্মক সমালোচনার মুখে পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply