ব্রিটেনের শেফিল্ডে গাছ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধের জেরে এক বাড়ির মালিক নিজের অংশে অবস্থিত গাছটির মাঝ বরাবর কেটে ফেলে। খবর বিবিসির।
দুই প্রতিবেশীর মধ্যে এক বাড়ির মালিক ভারাত মিস্ত্রি (৫৬) জানায়, গাছটির একটি অংশ আমার প্রতিবেশীর জায়গায় অবস্থিত। তার দাবি, তার অংশে কবুতর প্রায়ই মলত্যাগ করে। এ নিয়ে আমাদের মাঝে বেশ কয়েকবার আলোচনাও হয়।
তিনি আরও জানান, পাশের বাসার মালিক আমাকে বেশ কয়েকবার অভিযোগ করায় আমি গাছটি ছাঁটাই করাই। তাতেও কাজ না হওয়ায় গাছে জাল দেই যেন পাখি বাসা বাঁধতে না পারে। তবুও তার অভিযোগ শেষ হয়নি।
সবশেষ ভারাত গাছটির জন্য বিশেষজ্ঞ আনালে তার প্রতিবেশী ক্ষুব্ধ হয়ে গাছ কাটার লোক ভাড়া করে নিজের অংশে অবস্থিত গাছটির অর্ধেক মাঝ বরাবর কেটে ফেলে।
পরবর্তীতে গাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে, দেশটির বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করে। সবার উদ্দেশ্য গাছটির সাথে নিজের ছবি তোলা।
তাদেরই আরেক প্রতিবেশী ব্রায়ান পার্ক জানান, এই গাছ ইস্যুতে তাদের মাঝে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে এখন এটি কাটা হয়ে গেছে। তাই আর আলোচনা বাড়িয়ে লাভ নেই।
এ বিষয়ে যে মালিক গাছ কেটেছে তার মন্তব্য পাওয়া যায়নি।
Leave a reply