২০০৮ সালের ২৬ নভেম্বর ঘটে যাওয়া আলোচিত মুম্বাই হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী তাহাউর রানাকে ভারতে না পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয় আদালতটিতে। এ সময় শুনানিতে আদালত তাহাউর রানাকে ভারতে পাঠাতে দিল্লির করা আবেদন খারিজ করে দেন। ফেডারেল কারাগারে রেখেই তার বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দেয়া হয়।
ভারতের দাবি, মুম্বাই হামলার অপর পরিকল্পনাকারী ডেভিড হ্যাডলির সাথে মিলে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার যোগাযোগ করে তাহাউর রানা। সেই পরিকল্পনা মোতাবেক হামলা হয়।
ভয়াবহ ওই হামলায় প্রাণ যায় ১৬৬ জনের। এরপর ২০১৮ সালে তাহাউর রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারত।
Leave a reply